করোনা মহামারী ও সাম্প্রতিক পৃথিবী


করোনা মহামারিতে সমগ্র পৃথিবীব্যাপী অসংখ্য মানুষের করুণ মৃত্যু দেখে, মানুষের বেঁচে থাকার জন্য আকুতি ও আহাজারি দেখে আমার মনে একটি ভাবনা জন্মেছিলো যে, হয়তো মহামারী পরবর্তী পৃথিবী একটি মানিবক পৃথিবী হবে। হয়তো জাতি, ধর্ম নির্বিশেষ মানুষে মানুষে মমত্ববোধের নতুন দ্বার উন্মোচিত হবে। 
বিভেদ বিভাজন ও বৈষম্য ভুলে "সবার উপর মানুষ সত্য" এই জয়গান গেয়ে পৃথিবী আবার এগিয়ে যাবে। 

কিন্তু মহামারি যখন চরমে, সমগ্র পৃথিবীব্যাপী অকাতরে মানুষ মরছে ঠিক তখনি গত বছর ১০ মে হঠাৎ করে আরোপিত যুদ্ধের দামামা বেজে উঠলো ফিলিস্তিনের উপর।  
নিরস্ত্র, নিরহ গাজাবাসির উপর বৃষ্টির মতো বো'মা বর্ষণ হতে লাগলো! 
পৃথিবী বরাবরের মতোই নির্বাক হয়ে চেয়ে চেয়ে দেখলো ফিলিস্তিনের অসহায় নারী-শিশু ও বঞ্চিত মানুষের মৃত্যু!
আমার মতো যারা মহামারী পরবর্তী একটি মানিবক পৃথিবীর স্বপ্ন দেখেছিল, তারা হতাশ হলো।
তারপর থেকে ধীরেধীরে বিশ্বের দিকে দিকে আরও নতুন নতুন যুদ্ধের দামামা বাজতে থাকলো!
ফ্রান্সে মুসলমানদের উপর রাষ্ট্র কর্তৃক নিবর্তন, নির্যাতন। কাশ্মীরে নিরীহ মুসলমানদের উপর আগ্রাসন ও নির্যাতন এবং সবশেষ রা'শিয়া কর্তৃক ই'উক্রেনের উপর আক্রমণ যা এখনো বিদ্যমান। 

আজ হতাশার সাথে আরও লক্ষ্য করলাম ভারতের একটি আদালতে সেখানকার সংখ্যালঘু মুসলমান নারী শিক্ষার্থীদের দাবীর বিপরীতে হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে না যাওয়ার পক্ষে রায় দিয়েছেন!
এই রায় থেকে এটাই প্রতীয়মান হয় যে ভারতের মুসলমানদেরকে একটি গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার লক্ষেই এমন রায়। 

সকল হানাহানি ও সংঘাত পরিহার করে বিশ্ব যদি শান্তির দিকে এগিয়ে না যায় তাহলে এক ভয়াবহ আগামী মানব সভ্যতার জন্য অপেক্ষা করছে!
যা কোনভাবেই কাম্য নয়।
যুদ্ধ কিংবা সংঘাত কখনই কল্যাণ বয়ে আনে না।
বিশ্বের দেশে দেশে ক্ষমতালোভী অ-জণপ্রিয় সরকারগুলো জণগনের সেন্টিমেন্ট ভিন্ন দিকে ঘুরিয়ে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী ও পাকাপোক্ত করার লক্ষ্যে এই যুদ্ধ ও সংঘাত বাঁধিয়ে রাখতে চায় যা শান্তিকামী মানুষ কখনই প্রত্যাশা করেনা।


যুদ্ধ বা সংঘাত কখনই সমাধান নয় বরং দীর্ঘমেয়াদী ক্ষতি ও পতনের পথকেই প্রশস্ত করে। 

#যুদ্ধ_নয়_শান্তি
#সংঘাত_নয়_সম্প্রীতি 

-জাহিদ আবেদীন
১৬/০৩/২০২২

Comments

Popular posts from this blog

দেশে দেশে বইমেলা ও অমর একুশে বইমেলার ইতিহাস:

করোনা প্রতিষেধক আবিষ্কার