Posts

Showing posts from 2024
Image
 জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসেনা নিদ! মুমূর্ষু সেই মানুষে তরে এসেছে কি আজ ঈদ? Eid Mubarak

দেশে দেশে বইমেলা ও অমর একুশে বইমেলার ইতিহাস:

Image
  আধুনিক বিশ্বে যতরকম মেলা হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বইমেলা। পৃথিবীর অনেক দেশেই এ মেলার আয়োজন করা হয়। এসব মেলায় ভিড় করে লাখ লাখ মানুষ। ভারতীয় উপমহাদেশেও প্রচুর মেলা বসে। এশিয়ার বাইরে কায়রো আন্তর্জাতিক বইমেলা এর মধ্যে অন্যতম। বলা হয়ে থাকে সর্ব সাধারণের জন্য উন্মুক্ত এটিই পৃথিবীর প্রথম বইমেলা। প্রতিবছর জানুয়ারী-ফেব্রুয়ারীতে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।   ২০১৯ সালে এর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হয় এবং একই বছর পুরোনো আয়োজনস্থল নাসর সিটি থেকে সরিয়ে নতুন কায়রোর প্রান্তে তাগামোয়া এল খামিসে নিয়ে আসা হয় । এশিয়া, আফ্রিকা মহাদেশ, ইউরোপ   ও আমেরিকা মহাদেশ থেকে বহু প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে এই ঐতিহ্যবাহী   আয়োজনে। লাখো মানুষের পদচারণায় প্রতিবছর মুখরিত হয়ে উঠে এই বইমেলা ।   কায়রোর চেয়েও অনেক পুরোনো ফ্রাঙ্কফুর্টার বুকামেসা বা জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা। সাধারণ পাঠকের উন্মুক্ত বইমেলার চেয়েও এই মেলা অনেক বেশি প্রকাশক আর ব্যবসায়ীদের কেন্দ্রস্থল । অক্টোবরের মাঝামাঝি অনুষ্ঠিত হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলার শেষ দুই দিন সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় । প্রায় চার মিলিয়ন বর্গফ