Posts

Showing posts from May, 2020

করোনা প্রতিষেধক আবিষ্কার

Image
#corona_vaccine. করোনা ভাইরাসের প্রথম আবিস্কৃত প্রতিষেধকটির নাম হচ্ছে (CVO)  Covid Organics এটি আবিষ্কার করেছে আফ্রিকার দেশ মাদাগাস্কার।  "মালাগাছি ইন্সটিটিউট অব এপ্লাইড রিসার্চ" এটির মূল উদ্ভাবক। ঔষধটি মূলত ভেষজ চায়ের সংমিশ্রণ ফর্মূলা।   ঔষধটির প্রথম চালান সম্পূর্ণ বিনা মূল্যে ইকুয়েটোরিয়াল গিনিতে পাঠানো হয়েছে।  প্রায় ১ লক্ষ ১৫ হাজার পিস বা ১.৫ টন সমপরিমাণের ঔষধের এই চালানটি সেখানে পাঠানো হয়। গত সপ্তাহে মাদাগাস্কার প্রেসিডেন্ট এন্ড্রি রাজোলিনা ঘোষণা দেন যে তাদের আবিস্কৃত এই ঔষধ সর্বোচ্চ কম মূল্যে যথা সম্ভব সারা বিশ্বের আক্রান্ত দেশ সমূহে বিতরণ করা হবে।  উল্লেখ্য তানজানিয়া এই ঔষধ ক্রয়ের জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। এবং পর্যায়ক্রমে আফ্রিকার অন্যান্য দেশেও এই ঔষধ বিতরণ করার প্রস্তুতি চলছে।   যাইহোক,  আফ্রিকানরা হয়তো বুঝে গিয়েছিল যে, পশ্চিমা ভ্যাকসিন ক্রয়ের সামর্থ্য তাদের নেই।  কেননা এখন যতই বলা হোকনা কেন যে, স্বল্প মূল্যে দেওয়া হবে করোনা ভ্যাকসিন, কিন্তু আবিষ্কারের পর যখন বাজারে আসবে তখন হয়তো এই অবস্থা না ও থাকতে পারে।  যোগ হতে পারে অদৃশ্য কোন শর্ত। তা